ePaper

সাংবাদিক রুপমের মায়ের কুলখানি অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

রাজধানী টেলিভিশনের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুর আলম সিদ্দিক রুপমের মাতার কুলখানি উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ৫নং ওয়ার্ড হীরকপাড়ায় নিজ বাসভবনে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন তাঁর পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান, মাইটিভির প্রতিনিধি মশিউর রহমান বাবু, আওয়ার নিউজ নিউজ পোর্টালের প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর, দৈনিক জবাবদিহির প্রতিনিধি ফরহাদ হোসেন ফিটুল প্রমুখ। উল্লেখ্য, গত ৮ মার্চ (শনিবার) রাত ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহররের প্রধানপাড়ায় অবস্থিত আল-শিফা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোছাঃ আনজু আরা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় সাংবাদিক রুপমের পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *