সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দরিদ্র পরিবারের এই দুই শিক্ষার্থী, ইমা আক্তার ও রেজওয়ান আহমেদ, অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়লেও তারেক রহমানের সহযোগিতায় তারা এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবেন।
ইমা আক্তারের ভর্তি সহায়তা
ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া ইমা আক্তারের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর ভর্তি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি ইমার ভর্তি ও শিক্ষা সামগ্রীর যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নেন।
আজ সোমবার বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম তারেক রহমানের পক্ষ থেকে ইমা আক্তারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তাঁর বাবা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘আমাদের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে, কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হচ্ছিল না। তারেক রহমানের এই সহায়তায় আমাদের মেয়ের স্বপ্ন পূরণের পথ সুগম হলো।’’
রেজওয়ান আহমেদের জন্য সহায়তা
গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া রেজওয়ান আহমেদের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। খুলনার এই শিক্ষার্থীর পরিবারের পক্ষেও মেডিকেল কলেজের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে তারেক রহমান তাঁর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) থেকে রেজওয়ান আহমেদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও জেলা বিএনপির সদস্য কে এম বাবর রেজওয়ানের হাতে প্রয়োজনীয় অর্থ সহায়তা তুলে দেন। এ সময় গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অমল চন্দ্র পাল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক এম আর হাসান এবং বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল উপস্থিত ছিলেন।
তারেক রহমানের মানবিক উদ্যোগ
শিক্ষা ক্ষেত্রে মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নিয়মিত সহায়তা দিয়ে আসছেন তারেক রহমান। শিক্ষাবৃত্তির মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে তিনি বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে চিকিৎসা ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা ও বৃত্তির ব্যবস্থা করে তিনি অসংখ্য শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন।
সার্বিক মূল্যায়ন
তারেক রহমানের এই মানবিক সহায়তা দুই শিক্ষার্থীকে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে সাহায্য করবে। এটি শুধু তাদের ব্যক্তিগত অর্জনই নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে সাহায্যের হাত বাড়িয়ে দিলে অনেক প্রতিভা হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব।
Share Now