ePaper

শ্যামনগর অবৈধ ড্রাম্পার ও ট্রাকের বির“দ্ধে ভাম্যমান আদলতে অভিযান

রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর

শ্যামনগরে অবৈধভাবে চলাচলরত ডাম্পার ট্রাকের বির“দ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দুপুর থেকে উপজেলা সদরের ঈশ্বরীপুর ও বংশীপুর সড়কের দু’টি পয়েন্টে উক্ত অভিযান পারিচালিত হয়। উপজেলা সহকরী কমিশনার(ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই কিশোর চালকসহ ছয়টি ডাম্পার ট্রাক আটক করা হয়। এসময় পুনরায় গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক না চালানোসহ ড্রাইভিং সনদ গ্রহণের শর্তে ছয়টি ডাম্পার ট্রাকের দুই মালিককে যথাক্রমে ২০ ও ১৫ হাজার টাকা টাকা জরিামান করা হয়। এসময় সড়কে অবৈধভাবে চলাচলকারী উক্ত ছয় ডাম্পার ট্রাকের দুই মালিক বিলাল হোসেন ও জাহাঙ্গীর আলম ঘটনা¯’লে উপ¯ি’ত হয়ে পুনরায় আইন ভঙ্গ না করার অঙ্গীকার করেন। এসময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক তুহিন হোসেন, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিক প্রমুখ।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান এসব ডাম্পার ট্রাক কেবল কৃষি জমিতে ব্যবহারের জন্য। গ্রামীন ও আঞ্চলিক মহাসড়কে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শংকা বহুগুনে বৃদ্ধি পায়। পরবর্তীতে কোন ডাম্পার ট্রাককে একইভাবে গ্রামীন ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করতে দেখা গেলে পরবর্তী আইনগত ব্যব¯’া নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *