শোভিতা ধূলিপালা আবেদনময়ী নারী—এই মন্তব্য করেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনি। সম্প্রতি তার ছেলে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এবার শোভিতার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চৈতন্য।
গত ৪ ডিসেম্বর, অন্নপূর্ণা স্টুডিওতে ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় এই তারকা জুটির। নবদম্পতির সোনালি সাজে একত্রিত হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
সমালোচনার মুখে নাগার্জুন
বিয়ের পর ছেলে ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পূজা দিতে যান নাগার্জুন। পূজার সময় পুত্রবধূ শোভিতার ঘাড় থেকে চুল সরিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়েই শুরু হয় ব্যাপক সমালোচনা।
একজন নেটিজেন লিখেছেন, “কার স্ত্রী বোঝা যাচ্ছে না।” অন্য একজন মন্তব্য করেন, “এরা সবসময় বাবাকে সঙ্গে নিয়ে কেন যায়?” যদিও অনেকে বিষয়টিকে নিছকই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হিসেবে দেখছেন, তবুও নাগার্জুনকে নিয়ে এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
শোভিতার প্রতি আগ্রহ আগে থেকেই
শোভিতা ধূলিপালার প্রতি নাগার্জুনের আগ্রহ নতুন নয়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘গুড়াচারি’-তে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই সময় এক অনুষ্ঠানে শোভিতাকে নিয়ে তিনি বলেন, “শোভিতা সত্যিই আবেদনময়ী নারী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন, তেমনই এক নারী।”
তবে তখন তিনি জানতেন না, ভবিষ্যতে শোভিতা তার পরিবারের সদস্য হবেন।
নতুন জীবন শুরু শোভিতা-চৈতন্য
শোভিতা ধূলিপালার সঙ্গে বিয়ের পর নাগা চৈতন্য নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের সম্পর্ক এবং বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন নিজেই নাগার্জুন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্রবধূকে স্বাগত জানিয়ে একটি আবেগঘন পোস্টও করেন।
এর আগে সামান্থার সঙ্গে তার ছেলের বিচ্ছেদের খবরে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তবে এখন চৈতন্য-শোভিতা জুটিকে ঘিরে নতুন গল্প তৈরি হয়েছে।
ভূমিকা
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তারকা পরিবারগুলোর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধূলিপালার নতুন দাম্পত্য জীবন এখন একইভাবে শিরোনামে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নাগা চৈতন্য শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। তবে শোভিতার প্রতি তার বাবা, দক্ষিণী অভিনেতা নাগার্জুন আক্কিনেনির মন্তব্য এবং সাম্প্রতিক ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
এমন সময়ে যখন বিয়ের আনুষ্ঠানিকতা, মন্দির দর্শন, এবং পারিবারিক সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, নাগার্জুনের এক সাধারণ আচরণকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে নানা ধরণের জল্পনা। এই প্রতিবেদন সেই ঘটনাগুলোর বিশ্লেষণ এবং এর পটভূমি তুলে ধরবে।
বিনোদন সংবাদ: আরও খবর
Read our ePaper : https://epaper.dailynabochatona.com/
Social Share: