ePaper

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

মনির হোসেন বাবুল (লক্ষ্মীপুর) রামগঞ্জ

রামগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৭৩ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৩শত ৯৬ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষের সভাপতিত্বে পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট বক্তব্য রাখেন। পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম সরদার, পৌর প্রকৌশলী দেলোয়ার হোসেন, পৌর হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল, সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, জাকির হোসেন পাটোয়ারী, মাসুদ রানা মনি, ওমর ফারুক পাটোয়ারী, হাছানুর জামান, জহিরুল ইসলাম, মো. শাহআলম, কনক মজুমদার প্রমুখ। বাজেটে উপর মুক্ত আলোচনা করেন সাংবাদিক, পৌর কর্মকর্তা- কর্মচারী, রাজনীতিবিদ নাগরিক সমাজ, শেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবার এ বাজেটে আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৩৭ লাখ ৯৯হাজার ৩শত ৯৬ টাকা। বাজেট ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা। সমাপনী স্থিতি ৪ কোটি ৬৫ লাখ ৫১হাজার ৩শত ৯৬টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *