মো.শফিকুল ইসলামি মতি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুরো রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে। বুধবার (৫ মার্চ) দুপুরে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে দুধ পাওয়া যাচ্ছে ৮০ টাকা লিটারে, ডিম ১২ পিস ১০০ টাকায়। এছাড়াও মুরগি পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৭০ টাকা করে। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাইফুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী আক্তার রাখীসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংরাদিকরা উপস্থিত ছিলেন।
রমজানে মাসজুড়ে নরসিংদীতে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি
