মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি শহিদুল ইসলামের সাথে জলঢাকা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও বিভাগীয় কমিশনারের পিএস ছাদরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী, থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কৃষি অফিসার সুমন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়িদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তারিকুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম ফুড অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, আনোয়ারুল কবীর,প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আখতার প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন পদায়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও অফিস সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত দিনক্ষন অনুযায়ী রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি শহিদুল ইসলাম জলঢাকা উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন পূর্বক ছাড়াও উপজেলা পরিষদ, পৌর ভূমি অফিস, পৌরসভা, টেংগোনমারী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সব স্থান পরিদর্শন শেষে ডালিয়া অবসরে যাবেন এবং বিকালে নীলফামারী জেলা স্টেডিয়ামে ফাইল ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করার কথা রয়েছে। বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম মহোদয় জলঢাকা উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন এবং চলমান অর্থ বছরের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন।