ePaper

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মাগুরা জেলা বিএনপির’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে আমি মাঠে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমি মাগুরা-১ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে মতবিনিময় করেছি। আমি আশাবাদী দল আমাকে মনোনিত করে মনোনয়ন দেবে। এ জন্য আমি দলের হয়ে জেলার সাংগঠনিক কর্মকান্ডে সার্বিক ভাবে সহযোগিতা করছি। সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের সেবায় কাজ করতে চাই। কখনো মিথ্যার সাথে বা অসত্যের সাথে আমার কোন আপোষ নাই। বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলেও আমি মাগুরার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সহযোগিতা করেছি আগামীতে এ জেলার মানুষের পাশে থাকতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেন, আমি যদি মাগুরার মানুষের ভালোবাসায় মাগুরা-১ আসন থেকে জয়ী হয়ে এমপি নির্বাচিত হই তাহলে জেলার উন্নয়নে আমার অগ্রনী ভ’মিকা থাকবে সব সময়। তিনি আরো বলেন, আগামী জুলাই মাসের মধ্যে আমাদের জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন জেলা কমিটির পূর্ণগঠন হলে নেতাকমীরা আরো উজ্জীবিত হবে। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করার জন্য ঐক্যবদ্ধ আছে। সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার অবস্থান সব সময় স্বচ্ছ। আমি এ জেলার এমপি নির্বাচিত হলে বেকারত্ব, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করবো। কারণ জেলার স্বাস্থ্য খাতের খুবই দুরঅবস্থা। আমি মনে করি একটি জেলার স্বাস্থ্য, শিক্ষা ও বিসিক শিল্পনগরী খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে সাংবাদিক পাশে নিয়ে আমি জেলার উন্নয়নে কাজ করবো। এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মাসুম বিল্লাহ, শরীফ তেহরান টুটুল, রূপক আইচ, শাহীন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *