ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
বৃহত্তর নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। গতকাল বুধবার দপুরে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে বিক্ষোভ মিছিল ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কামাখ্যা চন্দ্রদাস, হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজনসহ অনেকে বক্তব্য রাখেন। কর্মসূচিতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ জনগণ অংশ গ্রহন করে বিভিন্ন ফেস্টুন, প্লাকাড হাতে বিভাগের দাবিতে শ্লোগান দেয়। বৃহত্তর নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় দুই ঘন্টার ব্লকেড কর্মসূচির কারণে নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-কুমিল্লা, নোয়াখালী -ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
