বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয় নাগরিক কমিটির ফ্রি মেডিকেল সেবা ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্দ্যানে জাতীয় নাগরিক কমিটি সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন ডাঃ নিরুপম মন্ডল, ডাঃ সুবেন্দু মিস্ত্রী ও ডাঃ ফুয়াদ হাসান।
এ সময় জাতীয় নাগরিক কমিটি বাগেরহাট সদর উপজেলা প্রতিনিধি মোঃ শফিউল্লাহ, জাহিদ হাসান পলাশ, হামিম হোসেন প্রদীপ, কাজী মাহফুজুর রহমান দ্বীপ, মোহাম্মদ জুবায়ের হোসেন মিঠুল, হামিম হোসাইন, এডভোকেট আল আমিন, দেলোয়ার হোসাইন, নাজমুল হুদা, আলী হোসেন, মুনিয়া আক্তার প্রমুখ। দিন ব্যাপী এ ফ্রি মেডিকেল সেবায় প্রায় দুই শতাধীক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটি বাগেরহাট সদর উপজেলা প্রতিনিধি মোঃ শফিউল্লাহ বলেন, জাতীয় নাগরিক কমিটি সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের নিয়ে কাজ শুরু করেছে। আগামীতে এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।