ePaper

ফেনীতে ফজিলপুর হাইওয়ে থানার অভিযানে দেশীয় অস্ত্র-প্রাইভেট কার-সহ ৫ ডাকাত আটক

সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি

ফেনীতে ফজিলপুর হাইওয়ে থানার অভিযানে দেশীয় অস্ত্র-প্রাইভেট কার-সহ ৫ ডাকাত আটক করা হয়। এ বিষয়ে ১০ মার্চ ৩টায় ফেনী হাইওয়ে থানায় ব্রিফিং এ তথ্য জানান হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ, ফাজিলপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাকারিয়া প্রমুখ উপস্থিত। মিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম জানান, ১০ মার্চ, রাত অনুমান ১টা ৩০ মিনিটে, মোবাইল নাইট- ০১ ডিউটি করাকালীন এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গীয় এএসআই কাউসার মিয়া, ইমরান হোসেন, নূরে আলম, বোরহান উদ্দিন এর নেতৃত্বে ফজিলপুর হাইওয়ে থানাধীন নজির আহমদ ব্রিক ফিল্ডের সামনে ঢাকামুখি লেনে পশ্চিম পাশে মহাসড়কের উপর প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে গাড়ি থেকে নেমে দ্রুতই থামানো গাড়িটির কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলে উক্ত গাড়ির চালক পুলিশ দেখতে পেয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। গাড়িটি তল্লাশি করে প্রাইভেট কারের পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ হতে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ১টি ছুরি এবং ২টি লোহা কাটার হেক্সা বেলেট, ৪টি বাটন মোবাইল, মোবাইল সেট এবং সিলভার ও গ্রে রঙের প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ সময় হোসেনুজ্জামান (৪৭) পিতা- মৃত আবুল খায়ের, ইলিয়াস (৩৮) পিতা- মোশাররফ হোসেন সাং-চর রশিদ, ৩নং ওয়ার্ড, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী, নাহিদ(২৫) পিতা- শাহজাহান, সোলাইমান (৩৮) পিতা: রবিউল হক, সর্বসং- কদমরসূল, খানা- সীতাকুণ্ড, জেলা- চট্টগ্রাম, লোকমান হোসেন (৩০), পিতা: বদরুজ্জামান, সর্বসাং- কদমরসুল, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম কে আটক করা হয়। আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশ তাৎক্ষনিক সিডিএমএস যাচাই করে আসামী ইলিয়াস এর বিরুদ্ধ নোয়াখালির সুধারাম থানায় ১টি ডাকাতি মামলা, মীরসরাই খানায় ১টি ডাকাতি মামলা, আসামী হোসেনুজ্জামান এর নামে নোয়াখালী জেলার সুধারাম থানায় ১টি ডাকাতি মামলা, সীতাকুন্ড থানায় ১টি চুরি ও ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *