ePaper

ফুলগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলা পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা,ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরুদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থী, উপজেলার কর্মকতাকর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  মেলায় মোট ৬টি স্টল অংশগ্রহণ করে, যেখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও সাংস্কৃতিক উপস্থাপনা দর্শনার্থীদের আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *