ePaper

ফুটসালে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি ফুটসাল, বিচ ফুটবলেও বিশ্বকাপ এবং এশিয়া কাপ আয়োজিত হয়। বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনও আন্তর্জাতিক ফুটসাল খেলেনি। এবারই প্রথম এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে তারা। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।

এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (বৃহস্পতিবার) দুপুরে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া। অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ইরান এশিয়ান ফুটসালের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন।

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১টি দল অংশগ্রহণ করছে। সাত গ্রুপে চারটি করে, আরেকটি গ্রুপে তিন দল। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০-২৪ সেপ্টেম্বর। আগামী বছর ২৭ জানুয়ারি–৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হবে মূল পর্ব। টুর্নামেন্টটিতে স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের গ্রুপে ইরান থাকায় স্বাভাবিকভাবেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। ফলে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এই দুই দলের বিপক্ষে লড়াই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। বাফুফের ফুটসাল কমিটি একটি জাতীয় টুর্নামেন্ট আয়োজন করে দল গঠনের পরিকল্পনা করেছিল। সেই টুর্নামেন্ট ও দলের প্রস্তুতি কেমন হয় এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *