ePaper

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র‌্যালি করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

গাজা ও রাফায় ইসরায়েলি ‘বর্বরোচিত নৃশংসতা’র প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে র‌্যালির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালি শুরু হবে। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু রাজধানী ঢাকা নয়, একই দিন সারাদেশের মহানগরগুলোতেও একই ধরনের কর্মসূচি পালিত হবে।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *