লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো চিফঃ
ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইসরাত জাহান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল , কোতোয়ালি থানার ওসি(তদন্ত)মোঃ জাফর ইকবাল,উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী,প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রনব পান্ডে,উপজেলা কৃষক উন্নয়ন কর্মকতা মোঃ শাহ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী হাসিবুল হাসান, উপজেলা পরিষদের অন্যান্য অফিসের দপ্তর প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় মিডিয়া কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। কৃষি জমিতে মাটি কেটে পুকুর তৈরি করা, ইট ভাটায় মাটি সরবরাহ করে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন ইউএনও। ওসি(তদন্ত) জাফর ইকবাল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল , সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম সভায় উপস্থিত বক্তব্য ও মতামত প্রদান করেন।