ePaper

ফরিদপুরে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো

৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুর অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ফরিদপুর অঞ্চল) মো. আলাউদ্দীনের সভাপতিত্বে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পূর্বক আঞ্চলিক নির্বাচন অফিসে এসে শেষ হয় এবং র‌্যালী পরবর্তী একটি আলোচনা সভা ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম), ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার তারেক আহমেদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন “বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয় পত্র প্রণয়ন সহ ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন আয়োজন সহ গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। জাতীয় পরিচয় পত্রের সংশোধনের বিষয়টি জেলা এবং উপজেলা পর্যায়ে কার্যাবলী চলমান রয়েছে। আইডি কার্ডের সংশোধনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। ভবিষ্যতে আরো দ্রুত ভুল সংশোধনের কাজটি সম্পন্ন ও সহজ করা প্রয়োজন। গণতন্ত্রের সর্বপ্রথম শর্ত হচ্ছে ভোটের আয়োজন ও ভোটের পূর্ব শর্ত হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। সুন্দর, নির্ভুল এবং গ্রহণযোগ্য একটি ভোটার তালিকা তৈরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তারা বলেন, সত্যিকার অর্থে এদেশে সুশাসন নিশ্চিত করতে হলে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সামনের নির্বাচনে সত্যিকার অর্থে জনগণ আশার প্রতিফলন ঘটবে। আজকে দেশব্যাপী এই প্রোগ্রামটি উদযাপিত হচ্ছে। সারাদেশ ব্যাপী ভোটার তালিকা হাল নাগদের কাজটি চলমান রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে প্রকৃত ভোটার তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে ভোটার দিবস উপলক্ষে পরিচয় পত্র সংশোধন ও দিনব্যাপী স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পালিত হবে বলে সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *