ePaper

 প্রথমবারের মতো গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করলো প্রাণ

নবচেতনা ডেস্ক

বিশ্বজুড়ে প্রাণ পণ্য ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রথমবারের মতো গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ সামিটের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রাণ গ্রুপের ৩০০ জন কর্মকর্তা অংশ নেন। সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘শেপিং টুমরো’স গ্রোথ’, যা ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মদক্ষতার উন্নয়নের প্রতিশ্রুতি বহন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, ‘আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে পেশাগত মিশ্রণের জন্য সৌদি আরবে আমরা এ আয়োজন করেছি। আশা করছি, এ আয়োজন আমাদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি কর্মীদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘প্রাণ ক্রমান্বয়ে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হচ্ছে। আমরা যদি আমাদের কাজের এ ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে খুব শিগগির বিশ্বেও সেরা কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবো। বর্তমানে প্রাণ পণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের সর্বত্র প্রাণ পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *