নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের সমিতির দোকান এলাকায় রাতের আধারে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার অন্যতম আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত উপজেলার করমুল্লাহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার পশ্চিম এজবালিয়া গ্রামের আজিজুল হক মাঝির বাড়ির মো: নিজামের পুত্র।
র্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারী রাতে একই এলাকার রাজন ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ী সোহাগ ও নুরুল আমিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে
ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় মামলা হয়। তবে ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পুলিশের পাশাপাশি র্যাবও বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করা হয়। তাকে সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।