কাজী মামুন, পটুয়াখালী প্রতিনিধি: গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক সময়ের জন্য লাখো মানুষ পানিবন্দি অবস্থায় কাটিয়েছেন। জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, আটটি উপজেলায় আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে আঠারোশোর মত ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে বেশি ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছেন জেলার চরাঞ্চলের মানুষেরা। বিশেষত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় অন্তত ছয়টি চরের বেড়িবাঁধের বাইরে ও ভেতরে থাকা মানুষ বেশি ক্ষতির মধ্যে পড়েছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। সাগরের পানির তোড়ে ভেঙে গেছে কুয়াকাটা সাগরপাড় রক্ষায় চার কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। টানা বৃষ্টি, ঝড়ো বাতাস ও নদীর পানির তোড়ে গলাচিপা, কলাপাড়া, দশমিনা, বাউফল উপজেলার অর্ধশত চর এলাকার নিম্নাঞ্চল উচ্চ জোয়ারে দফায় দফায় প্লাবিত হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানান জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, দুর্গতদের জন্য বৃহস্পতিবার আট উপজেলায় তাৎক্ষণিকভাবে শুকনা খাবার, তিন লাখ টাকা, ঢেউটিন বিতরণের জন্য নয় লাখ করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ৮৪ টন চাল সরবরাহ করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ বলেন, উপজেলার চর মোন্তাজ, চালিতাবুনিয়া, চর নজির, চর আন্ডাসহ ছয়টি চরে দফায় দফায় প্লাবিত হয়ে অন্তত ১১ হাজার পরিবারের ৩৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে ক্ষতি শিকার হয়েছেন। এদের মধ্যে কিছু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে পানির চাপ কমে গেছে। এতে ৬০টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, উপজেলার তিনটি পয়েন্টে পানি ঢুকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে চার ঘণ্টা এসব এলাকার মানুষ পানিবন্দি ছিল। পরে ভাটার টানে পানি নেমে যাওয়ায় ক্ষতি কম হয়েছে। তারপরেও গাছপালা উপড়ে চারটি বসতঘর সম্পূর্ণ এবং ৫২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Related News
তৃণমূলে অংশগ্রহণেই জলবায়ু সুশাসন শক্তিশালী হয়
- Nabochatona Desk
- August 29, 2025
- 0
সৌমিত্র সুমন (পটুয়াখালী) পায়রা বন্দর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বরাদ্দকৃত অর্থের অপব্যবহার, ত্রাণ […]
পটুয়াখালীতে ভূমিদস্যু নাসির মৃধার অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- March 13, 2025
- 0
কাজী মামুন, পটুয়াখালী পটুয়াখালীতে নাসির মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. সুলতান মোল্লা ও তার পরিবার। পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবে সন্ধ্যা ৭টার দিকে এ সংবাদ […]
ইসলামী আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক আ’লীগ নেতা গ্রেফতার
- Nabochatona Desk
- August 7, 2025
- 0
পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়ার পরদিনই গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা এসএম ইউসুফ (৬৫)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির […]
