ePaper

নারায়নগঞ্জের বিশিষ্ট শিল্পপতির পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

নারায়ন গঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান। গতকাল শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের ব্রাক্ষন্দী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান। তিনি বলেন দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের দোষর নারায়ন গঞ্জের অপরাধীদের গডফাদার শামিম উসমান ও তার শালিকা ফেরদৌস আরা ও তার বাহিনী বিশিস্ট শিল্পপতি হাজার কোটি টাকার জমি সহ কোটি কোটি টাকা লুটপাটের উদ্যেশ্যে অত্যাচার নির্যাতন করে আসছে। শিল্পপতি মুনছুর আহম্মেদ বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত হয়ে বর্তমানে সিংগাপুরে চিকিৎসাধীন রয়েছে। একমাত্র ছেলে মারা যাওয়ায় উনার স্ত্রী ও বিছানায় শয্যা শায়ী স্ট্রোক করে। তার কোন পুত্র সন্তান কিছুদিন আগে মারা যাওয়ায় এক মাত্র মেয়ে লামিয়া ইবনাত লিনাকে হত্যার উদ্যেশ্যে গুম করে রেখেছে শামিম উসমান বাহিনী। বর্তমানে শামিম উসমানের শালিকা ফেরদৌস আরা, নাবিল ওয়ারিশ, ইসরাত জাহান ইসমি, মাহিরা চৌধুরীর হেফাজতে শিল্পপতির একমাত্র কন্যা লামিয়া ইসরাত লিনা আটক রয়েছে। এবিষয়ে থানায় অভিযোগসহ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়ে ব্যর্থ হয়েছেন। অভিযোগ করে প্রশাসনের সহযোগীতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান। অভিলম্বে শামিম উসমানের শালিকা ফেরদৌস আরা ও তার বাহীনির কবল থেকে তার স্ত্রীকে সহ শশুর শাশুড়িকে জীবত উদ্ধারসহ দোষীদের বিচারের দাবী জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *