ePaper

নারায়ণগঞ্জে নকল জুস কারখানা সিলগালা, মালামাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আল আমিন, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল জুস তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মল্লিক এগ্রো ফুড কারখানায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন বিএসটিআইয়ের নিবার্হী বিচারক কানিজ ফাতেমা।।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় অনুমোদনহীন জুস কারখানা গড়ে তোলেন মো: হেলাল মল্লিক নামে এক ব্যবসায়ী। ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘মল্লিক ফ্রুটো’সহ বিভিন্ন নামে বাজারজাত করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জুস তৈরীর মেশিন ও জুস তৈরীর নিম্নমানের উপকরণসহ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক মো: হেলাল মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের নিবার্হী বিচারক কানিজ ফাতেমা অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *