ePaper

নরসিংদীতে ঘুষের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

নরসিংদীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া প্রসবকালীন কোনো সেবা মেলে না। এমনকি ডেলিভারি রোগীদের ক্ষেত্রে হাসপাতালের স্টাফদের নির্ধারিত কমপক্ষে ৫ হাজার টাকা দেওয়া না হলে করা হয় অশোভন আচরণ। এতে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আসা প্রসূতিসহ শত শত মা ও শিশু এবং তাদের স্বজনরা। সূত্র জানায়, হাসপাতালটিতে সাধারণ প্রসূতি রোগীদের জিম্মি করে অবৈধভাবে টাকা আয়ের একটি চক্র গড়ে উঠেছে। যার নেতেৃত্বে রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা লিছা বেগম। বুধবার তিনি এক প্রসূতি মায়ের ডেলিভারি করিয়ে টাকা আদায় করেন। পরে গনমাধ্যম কর্মীরা তাকে ফোন করলে গতকাল দুপুর সোয়া ১টায় বিকাশের মাধ্যমে ঐ টাকা ফেরত দেন। এ চক্রে অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে পিয়ন, নার্স ও আয়া জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা লিছা বেগম বুধবার টাকা নেওয়ার কথা অস্বীকার করেন গনমাধ্যমকর্মীদের কাছে। বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি ভুল বোঝাবুঝি, আমার ভুল হয়েছে। বিষয়টি সমাধান হয়েছে। তিনি প্রতিবেদককে বিষয়টি ম্যানেজ করার অনুরোধ করেন। হাসপাতালের দায়িত্বে থাকা এডিসিসি ডা. মঞ্জুরুল আলম বলেন, টাকা লেনদেন নিষেধ এমন একটি সাইনবোর্ড হাসপাতালে টাটানো রয়েছে। আর চিকিৎসাসেবার বিপরীতে টাকা নেওয়ার বিধানও নেই। তবে লিছা বেগমের টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। আমরা শনিবার তাকে শোকজ করা হবে। পরে একটি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *