রবিউল করিম, ধামরাই
ঢাকার ধামরাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সকাল ১১ টার দিক্ েঅফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় ঢাকার ধামরাইয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও স্থানীয়পত্রিকা, সংবাদ সংস্থা, সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তৃতা কালে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেনগোপন খবরের ভিত্তিতে, রোববার বিকেল চারটার দিকে ঢাকার- আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এসআই মো. আব্দুর রহমান ঢালীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মো. শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সে চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি কোচ থেকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে এ হেরোইনের চালান সরবরাহ করতে পার্টির জন্য অপেক্ষা করছিল। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চাপাগুলি এলাকায় বলে নিশ্চিত করেছে হিরোইন ব্যবসায়ী শরিফুল ইসলাম নিজেই। এরপর সাহসী এস আই মোহাম্মদ কাউসার সুলতানকে সঙ্গে নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই পৌর শহরের ডুলিভিটা আমিন মডেল কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায়। একচক্রটি বিভিন্ন পার্টির নিকট থেকে টাকা হাতে নিয়ে বিভিন্ন স্পটে হিরোইন রেখে পার্টিকে ফোনের মাধ্যমে লোকেশন জানিয়ে দেয়। পর্তারা সহজেই হিরোইনের চালান হাতে পেয়ে যায়। দীর্ঘদিন ধরে এদেরকে ধরার জন্য পুলিশ তৎপর ছিল। আজ পুলিশি অভিযান সফল হয়েছে। ধামরাই থানার অফিসার ইনচার্জ হ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম আর বলেন, কোন মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। মাদক দেশ ও জাতির শত্রু। মাদক দেশ ও জাতিকে ধ্বংস করে। কাজে আসুন আমরা একযোগে সকলে মিলে মাদককে না বলি।
