দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে একুশে ফেব্রুয়ারি ২০২৫ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও দিনাজপুর জেলা তাঁতি দলের সভাপতি মো. রেজাউল ইসলাম ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান এর নেতৃত্বে জেলা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর তাঁতি দলের সদস্য সচিব আবুল হোসেন খোকন, কোতয়ালি তাঁতি দলের সভাপতি মো, বাবু, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ডালিম, শাহিন মিন্নাত খান, সাধারণ সপাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সিদ্দিকী, জেলা কমিটির নিবাহী সদস্য মনুসহ পৌর ও সদর উপজেলা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।