মধুখালী প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ও বসন্ত বরণ উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম। পরে বিদ্যালয় মাঠে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র এর সঞ্চালনায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগতম বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে বত্তব্য দেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার সহ ২৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন জামান চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য মাহফুজুর রহমান জাফর, মিজানুর রহমান জিন্নু প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাঠে গান সহ নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির পসরা সাজিয়েছেন। চিতই পিঠা, ভাপাপুলি, পাকান, কাটা পাকান, তারাপিঠা, রসমঞ্জুরি, ইলিশ পাকান, মুড়ি-মুড়কি, বাতাসা, দুধ চিতইসহ হরেক পদের পিঠা মেলায় শোভা পাচ্ছে। পিঠার স্টলগুলোতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পিঠা উৎসবে যারা পিঠার দোকান দিয়েছেন তাদের দোকানের নামেও রয়েছে নানা বৈচিত্রময় নীল নকশা এবং প্রতিযোগীতার পর্ব। পরে বিচারকমন্ডলীরা পিঠা উৎসবের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা। শিক্ষার্থীরা বলেন, প্রতিবছরের মতো এবারও পিঠা মেলা জাঁকজমক ভাবে শুরু হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবার শিক্ষার্থীরা ভয়হীন ভাবে উৎসব পালন করছে। বসন্ত উৎসব নতুন আমেজ নিয়ে এসেছে। পরে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Related News

মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- dn-admin
- March 22, 2025
- 0
মধুখালী প্রতিনিধিফরিদপুরের মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল ওহাব পাবলিক লাইব্রেরীতে এই ইফতার মাহফিলের আয়োজন করে আবুল […]

ফরিদপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন
- Sahin Alom
- March 24, 2025
- 0
লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো ফরিদপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী শিক্ষক কেয়ার টেকার ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত […]

আবারও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ কর্মবিরতি ২৫ কারখানায়
- Sahin Alom
- December 12, 2024
- 0
মো. ইমদাদুল হক, (ঢাকা) আশুলিয়া আবারও ফুঁসে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন […]