ePaper

ডুমাইনের মাঠে নিচু জলাশয়ে পুকুর খনন ও পুরাতন পুকুর মেরামত

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পতেঙ্গা বিলের জলাশয়ে নতুন পুকুর খনন ও পুরাতন পুকুর খনন চলছে। ভুক্তভোগী কৃষকেরা বলছেন, বর্ষায় পানি জমে আর সেই পানি বের হওয়ার কোন ব্যবস্থা নাই। তাছাড়া তেমন কোন ফসল হয় না এই জলাশয়ের আশেপাশে অনেক পুকুর আছে তাই আমরা সিদ্বান্ত নিয়েছি প্রায় ১০একর জমি  পুকুর ও জলাশয় হয়ে আছে তাই আমরা নতুন পুকুর খনন ও পুরাতন পুকুরগুলো মেরামত করে সরকারী আর্থিক সাহায্যে মাধ্যমে মাছের চাষ করবো যাতে ফসলের চেয়ে আমরা মাছ চাষে স্বাবলম্বী হতে পারি। স্থানীয় সূত্রে জানা যায়, এই পতেঙ্গা বিলের মাঠে প্রায় ১০একর জমিতে সব সময় জমিতে পানি জমে থাকে একমাত্র ইরি ধান ছাড়া জমিতে কোন ফসল না। যাও হয় তাও আবার তেমন ভালো হয় না। যার কারনে পরিকল্পিতভাবে পুকুর খনন করা হচ্ছে। মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পতেঙ্গা বিলে গিয়ে দেখা যায়, প্রায় ১০ একর জমির  জলাশয়ের মধ্যে নতুন পুকুর ও পুরাতন পুকুর খননের কাজ চলছে। পুকুরের মালিক সাজ্জাদ হোসেন মোল্যার সাথে আলাপ করলে তিনি বলেন নিম্নাঞ্চল অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে তাঁদের এলাকায় জমির পানি বের হতে পারছে না জলাশয়ে পরিনত হয়েছে। যার দরুন বাধ্য হয়ে তাঁরাও পুকুর খনন করছেন। আশপাশের কয়েকজন লোক সম্মতিক্রমে পুকুর কাটছে। এরা হলেন মতিয়ার রহমান মোল্যা, সাজ্জাদ হোসেন মোল্যা, ওবায়দুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন, তৈয়ব শেখ প্রমুখ। তাই এদের সকলের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নিকট দাবী সরেজমিন পরিদর্শনে এসে এদের সকলের সরকারী সাহায্যে সহযোগীতা করে মৎস্য চাষে স্বাবলম্বী হওয়ার সুযোগ দানে মর্জি হয়। যাতে এরা সহ আরও ইউনিয়নের অনেক মানুষ মাছের চাহিদা মেটাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *