ePaper

টিউবওয়েলে উঠছে না পানি সরাইলে খাবার পানির সংকটে বাড়ছে দুর্ভোগ

মো. তাসলিম উদ্দিন, সরাইল

শীতকালে দীর্ঘ সময় বৃষ্টি দেখা মিলেনা। তার মাঝে ইরি বরো মৌসুম কৃষকের ধান রোপণের উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিশুদ্ধ পানির সমস্যায় ভোগছে অধিকাংশ গ্রামের মানুষ। আবার কোন কোন স্থানে নলকূপ থাকলেও পানি লবণাক্ত বা লালসে রংঙের পানি হওয়ায় প্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছেনা। প্রতক্ষদর্শী সুত্রে জানান- বেশিরভাগ এলাকায় নলকূপে পানি না পাওয়ায় বিশুদ্ধ পানির দূর্ভোগে ভোগছে সর্বস্থরের মানুষ। কৃষক ধান চাষসহ বিভিন্ন ফসলী জমিতে পানি দেওয়ার জন্য নলকুপ, ডিব ডিউবওয়েল থেকে মেশিনের সাহায্যে পানি উত্তোলনের কারণে পানির সমস্যা দেখা দিচ্ছে বলে জানান। এ কৃষি জমিতে পানি দিতে গিয়ে এলাকায় থাকা নলকুপ গুলোতে পানি পাওয়া যাচ্ছেনা। গ্রামের বেশীর ভাগ এলাকার পরিবার গুলোতে চরম বিশুদ্ধ পানির অসুবিধা নিরবে ভোগছে। দিন-রাত ২৪ ঘন্টা মেশিন দিয়ে পানি উত্তোলনের কারণে এ সমস্যা বেশি দেখা দিচ্ছে বলে জানান। নলকূপ গুলোতে পানি পাওয়া না যাওয়ায় অনেকটা নষ্টের দিকে নলক’পের বিভিন্ন অংশ। এলাকার সাধারন মানুষ গুলোর ধারণা, ডিপকল বা নলকুপ থেকে রাত্রিকালিন পানি উত্তোলন করলে এ সমস্যা কমতে পারে। অন্যান্য মৌসুমে এ নিয়ম থাকলেও মানছেনা পানি উত্তোলনকারী ব্যক্তিরা। কৃৃষক মো. ইসমাইল মিয়া জানান, কৃষকদের ফসলী জমিতে প্রয়োজন মত পানি না পেলে কৃষকের চাষাবাদের জমি শুকিয়ে যাওয়ার সম্ভবনা বেশি। চাষাবাদ ফসলী ক্ষেত টিকিয়ে রাখতে হলে প্রয়োজনমত পানির দরকার রয়েছে। সরেজমিন সরাইল উপজেলার সদর, কালিকচ্ছ, শাহবাজপুরসহ বিভিন্ন এলাকার গ্রাম ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ টিউবওয়েলে পানি উঠছে না। এদিকে বিশুদ্ধ পানির দুর্ভোগে প্রতিষ্ঠানের শিক্ষকসহ কোমলমতি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা ও পানির দুর্ভোগ কাটিয়ে উঠতে সংলিষ্ট কৃতিপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সরাইল উপজেলার সাধারন জনগণ। সরাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. রূপক মিয়া বলেন, বর্তমান সময়ে ভূগর্ভস্থ পানির স্তর ৩০ ফিট বেশি পর্যন্ত নেমে যায়। এ কারণে হ্যান্ড টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। তবে বৃষ্টি হলেই ওই সব টিউবওয়েলে পানি উঠবে। এ ছাড়া পারিবারিকভাবে বসানো নলকূপের বেশির ভাগে পানি নেই। এই ধরনের সমস্যা আর বেশি দিন থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *