টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ ৪ দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন(বিডিএমএ) ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাক্টিশনার এসোসিয়েশন(বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদ’র যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।রোববার(৯ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলায়তনে ম্যাটস্ শিক্ষার্থীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল ডিপ্লোমা এসোসিয়েশনের সদস্য সচিব ডা: আব্দুল বাতেন। তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ বিবধস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ১৯৭৬ সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) চালু করা হয়। বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি ম্যাটস ও দুইশ টি বেসরকারি ম্যাটস্ রয়েছে। শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমানে ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক(ডিএমএফ)গণ উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যর স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে,তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১ হাজার শূন্যে পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়োগ তালবাহানা করা হচ্ছে। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস্ থেকে পাশ করা ছাত্ররা বেকার হচ্ছে।৪ দফা দাবি তুলে তিনি আরও বলেন, অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ এবং কমিনিটি ক্লিনিক সহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠান ও কোর্ষের নাম পরিবর্তন করে অসংগতিপুর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রনয়ন করতে হবে। বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিকাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসরা আইনের নাম পরিবর্তন করে ”মেডিকেল এডুকেশন বোর্ড”নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীয়হ বাস্তবায়ন করতে হবে।এসময় সংবাদ সম্মেলনে, বিডিএম এর টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা: দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা: সি আর দাস,বিডিএম’র কেন্দ্রীয় কমটির সহসভাপতি ডা: আশরাফুজ্জামান,ডা: মোতালেব হোসেন,ডা: শিপলু,ডা: সোহেল রানা ও ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related News
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ
- Sahin Alom
- May 7, 2025
- 0
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় এলজিইডির নতুন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। কাঁচা সড়ক নতুন করে পাঁকাকরণে ব্যবহার […]
বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল চেষ্টা ও হামলা, থানায় অভিযোগ
- Sahin Alom
- March 17, 2025
- 0
লিয়াকত আলী, লালমনিরহাট ফুটপাতের দোকান ভাংচুর ও ট্রাকে মাটি ফেলে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে লালমনিরহাট আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে […]
ফ্যাসিস্ট-জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে: ডিআইজি রেজাউল করিম
- Sahin Alom
- July 16, 2025
- 0
ব্যুরো চিফ, ফরিদপুর ফরিদপুরে জুলাই শহীদদের স্মরণে এক সভায় বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বক্তব্যে তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু […]