ePaper

জামালপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুরে সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্কাউট ভবনের সামনে পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত এর মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। জামালপুর সদর উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। দিবসটির আলোচনা সভায় জেলা স্কাউট এর যুগ্ম সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্কাউট এর সম্পাদক শফিউর রহমান, সহকারি কমিশনার কাফি পারভেজ। এ ছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা স্কাউট এর সম্পাদক মো. আব্দুল্লাহ, এলটি ও জেলা কাব লিডার মো. বরকত আলী, জেলা স্কাউট লিডার মো. আনিছুর রহমান, সদর উপজেলা স্কাউট এর কোষাধ্যক্ষ মো. শামীম হোসেন প্রমুখ। এ সময় জামালপুর জিলা স্কুল, অরুনোদয় মুক্ত স্কাউট ও সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপ এর সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের দেশকে গড়তে দেশকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে স্কাউটরা আছে সবখানে, দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেশের জন্য নিবেদিত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *