জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নীতিমালা সংস্কার ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জবি শাখা ছাত্রদল। রোববার দুপুরে ইউজিসি ভবনে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। স্বারকলিপিতে ছাত্রদল জানায়, করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সহায়তার জন্য আগামী অক্টোবর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি নিশ্চিত করা সময়ের দাবি। ছাত্রদল নেতারা বলেন, জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর নীতিমালায় সময়োপযোগী পরিবর্তন প্রয়োজন। যাতে শিক্ষার্থীদের বর্তমান চাহিদা ও বাস্তবতা প্রতিফলিত হয়। তারা জকসু নীতিমালায় কয়েকটি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব দেনÑ যেমন: স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এছাড়া, কোষাধ্যক্ষ পদের বিপরীতে ‘অর্থ সম্পাদক’ পদকে পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবিও জানানো হয়। আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। তাই আমরা চাই অক্টোবরের মধ্যেই সম্পূরক বৃত্তি কার্যকর হোক। একইসাথে জকসু নীতিমালায় শিক্ষার্থীবান্ধব কিছু পদ যুক্ত করতে হবে।” সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। বৃত্তি নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
