ePaper

‘জংলি’ সিনেমার শো বৃদ্ধির কারণ জানালেন বুবলী

বিনোদন ডেস্ক:

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শবনম ইয়াসমিন বুবলীর ‘জংলি’ সিনেমা। মুক্তির প্রথম দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তির নবম দিনে এসে প্রদর্শনীর সংখ্যা আবারও এক দফায় বৃদ্ধি করা হয়েছে।

সিনেমা হল পরিদর্শনে এসে বুবলী জানালেন ‘জংলি’র শো দ্বিগুণ হওয়ার কারণ। জানিয়ে বুবলী বলেন, সিনেমার বড় প্রচারটা হয় দর্শকের মুখ থেকে, অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে।

বুবলী আরও বলেন, ‘জংলি’ সিনেমাটিতে দর্শকদের আকৃষ্ট করার মতো সব কিছুই আছে। এটিকে পারিবারিক সিনেমা, কমেডি সিনেমা, পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায়। অনেক সুন্দর সুন্দর গান রয়েছে সিনেমাটিতে। সিনেমাটি দর্শক দেখবে আমাদের এমন বিশ্বাস ছিল। সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত। আমরা শিল্পী হিসেবে সিনেমা প্রচার-প্রচারণা অবশ্যই করি। টিম থেকে প্রচার করছে। বড় প্রচারটা হয় দর্শকের মুখ থেকে তারা দেখছে, অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে। সামনের সপ্তাহে আরও ২০ থেকে ২৩টি হল যুক্ত হচ্ছে। এইটা কিন্তু হয়েছে দর্শকদের ভালো লাগা থেকে ভালোবাসা থেকে। এসব হয়েছে আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকের ভালোবাসায়।

সব শ্রেণির দর্শক সিনেমাটি দেখবে উল্লেখ করে বুবলী বলেন, ছোট ছোট বাচ্চারা থেকে আশি বছরের দর্শক ‘জংলি’ দেখছে। বিশেষ করে বলতে হয় আমাদের সিনিয়র সিটিজেন হলে ফিরেছেন। তারা পরিবার নিয়ে আসছেন সিনেমা দেখতে। এটা খুবই ইতিবাচক। পরবর্তী কাজের জন্য আবার খুব চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় প্রতিটি গল্পই আলাদা মানুষকে কাঁদানো-হাসানো কঠিন কাজ। সেখানে বাংলা সিনেমা জংলি দেখে আবেগে আপ্লুত হয়েছেন দর্শক। তারা হাসছেন, কাঁদছেন। পরবর্তী সিনেমা করতে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিচ্ছে।

‘জংলি’ সিনেমায় সিয়াম, বুবলী ও দীঘি ছাড়া ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে— মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *