ePaper

চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসরে স্টয়নিস: অস্ট্রেলিয়ার বড় ধাক্কা

চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসরে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, যা দলকে বড় সংকটে ফেলেছে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসরে মার্কাস স্টয়নিস! ওয়ানডে থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তে চাপে অস্ট্রেলিয়া দল।

চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসরে গেলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারের আকস্মিক সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার বিশ্বস্ত টিম কম্বিনেশনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলল।

অবসরের কারণ ব্যাখ্যা করলেন স্টয়নিস

স্টয়নিস জানান, ওয়ানডে ক্রিকেট থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি টি-টোয়েন্টির দিকে মনোযোগ দিতে চান। অবসরের ঘোষণায় তিনি বলেন,
“অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা। সবুজ ও সোনালি জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম গর্বের বিষয়। তবে আমি মনে করি, এখনই সঠিক সময় ওয়ানডে থেকে বিদায় নেওয়ার এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে মনোযোগী হওয়ার।”

স্টয়নিসের ওয়ানডে ক্যারিয়ারে নজরকাড়া পারফরম্যান্স

২০১৫ সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া স্টয়নিস অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা এই অলরাউন্ডার ৯৩.৯৭ স্ট্রাইক রেটে করেছেন ১৪৯৫ রান। এর মধ্যে রয়েছে ৬টি অর্ধশতক ও ১টি সেঞ্চুরি। পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়ে ৪৮ উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার নির্বাচকদের জন্য নতুন চ্যালেঞ্জ

স্টয়নিসের হঠাৎ অবসর অস্ট্রেলিয়ার নির্বাচকদের জন্য নতুন সংকট তৈরি করেছে। এরই মধ্যে দলের আরেক অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটের কারণে ৩১ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সম্ভাব্য বদলি খেলোয়াড়:

  • স্পেনসার জনসন (পেসার)
  • জেইক ফ্রেজার-ম্যাগার্ক (ব্যাটসম্যান)
  • শন অ্যাবট (অলরাউন্ডার)
  • মিচেল ওয়েন (অলরাউন্ডার)

বিশেষ করে ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার মিচেল ওয়েন এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন। বিগ ব্যাশ ফাইনালে তাঁর বিস্ফোরক সেঞ্চুরি নির্বাচকদের নজর কেড়েছে।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি মিশন

১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ ফেব্রুয়ারি লাহোরে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

স্টয়নিসের বিদায় অস্ট্রেলিয়া দলে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে তাঁর অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতার অভাব অবশ্যই দলকে অনুভব করতে হবে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *