ePaper

চৌমুহনী হকার্স মার্কেটে পাবলিক টয়লেট নির্মাণে জটিলতা নিরসন না হওয়ায় জনদূর্ভোগ চরমে

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লি. এর মালিকানাধীন (খাজা হাফেজ মহিন উদ্দিন হকার্স মার্কেট) মার্কেটে পাবলিক টয়লেট নির্মাণে স্থান সংক্রান্ত জটিলতার নিরসন না হওয়ায় ঐ মার্কেটের দোকান মালিক ও কর্মচারীসহ প্রায় ৫ সহস্রাধিক লোক চরম দূর্ভোগে পড়েছে। নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লি. এর সভাপতি হাজী আবুল কাশেম জানিয়েছেন, হকার্স মার্কেটের মালিকানাধীন ভূমিতে পাবলিক টয়লেট নির্মাণ করে পৌরসভা ঐ টয়লেট ইজারা দিয়ে প্রতিবছর ৪/৫ লাখ টাকা রাজস্ব আয় করে থাকে। আমরা হকার্স সমিতির পক্ষ থেকে টয়লেটের জন্য মার্কেটের উত্তর অংশে জায়গা রেখেছি। আওয়ামী সরকারের আমলে হকার্স সমিতির অনুমোদন ছাড়াই মার্কেটের পশ্চিম অংশে মাঝখানে টয়লেট নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। ফলে ২০টি দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা টয়লেটটি মার্কেটের উত্তর অংশে নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ করি। চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক এর সাথে আলাপ করলে তিনি বলেন, হকার্স মার্কেটের টয়লেটটি আমি দায়িত্বে আসার আগে টেন্ডার করা হয়েছে। তাছাড়া জায়গার মালিকানার বিষয়ে আমার জানা নেই। হকার্স সমিতির আপত্তির কারনে নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান জানান, এই প্রকল্পটা আগে নেয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই, কাজ করতে না দিলে ক্ষতিগ্রস্ত হবে পৌরসভা। তাছাড়া সেখানে কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *