নিজস্ব প্রতিবেদক
অস্ত্র মামলায় দায়েরকৃত ১৫ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার জেলার গোমস্তাপুর উপজেলায় পরিচালিত এক অভিযানে পলাতক এই আসামীকে গ্রেফতার করে র্যাব-৫। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জেলার গোমস্তাপুর উপজেলার মকররমপুর এলাকার রাশেদা বেগম ও কুরবান আলীর ছেলে জনি রহমান (৩৭)। এ বিষয়ে গতকাল সোমবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চলতি মাসের ৫ তারিখ শনিবার দিবাগত রাত ৯টায় জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের দায়েরকৃত অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী জনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরো জানায়, ২০২২ সালে অস্ত্র সংরক্ষণ করে বিক্রয়ের সময় অস্ত্রসহ র্যাবের টহল দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয় জনি। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের করা হলে আসামী জনি জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। এ সময় বিচারিক বিজ্ঞ আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করলে প্রশাসনের অভিযান আবারো অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গোমস্তাপুর থানায় হস্তান্তর করে বলে জানান অধিনায়ক।