ePaper

চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামসহ সারাদেশের বিচারপ্রার্থী মানুষের কল্যাণে ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সাবেক বিভাগীয় শহর সমূহে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন ১৩ এপ্রিল রবিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ এর আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য এডভোকেট এ, এস, এম বদরুল আনোয়ার এর সভাপতিত্বে এতে প্রধান সমন্বয়ক এর বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজর উপাধ্যক্ষ এডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কাশেম কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি। আমার বক্তব্য উপস্থাপনের আগেই সম্ভপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং মাননীয় প্রধান বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয়কে চট্টগ্রামবাসী এবং পেশাজীবিদের পক্ষ হতে শুভেচ্ছা এবং অভিবাদন জানান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ এবং পরবর্তীতে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার আগ্রহ এবং অবিলম্বে বাস্তবায়নের সূচনা করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান মাননীয় বিচারপতি জনাব শাহ আবু নাঈম মমিনুর রহমান। সম্প্রতি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে ঢাকার বাহিরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি ইতিবাচক ভাবে আলোচনা করায় বিচারপতি জনাব শাহ আবু নাঈম মমিনুর রহমান মহোদয়কে আবারো অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বর্তমানে প্রায় ১৮ কোটি জনগনের বাংলাদেশে বিচারিক সেবা প্রদান করেন মাত্র ২০০০ বিচারক। বাংলাদেশের প্রথম সংবিধান তথা ৭২ এর সংবিধানে আইনের শাসন প্রতিষ্ঠায় অনুচ্ছেদ- ১০০ সংযোজন পূর্বক জনগনের ন্যায় বিচার প্রপ্তির বিধান রাখা হয়। কিন্তু, স্বাধীনতার ৫৪ বছর পরেও তা বাস্তবায়ন হয় নি। তৎ বিষয়ে আমরা বিনয়ী আক্ষেপ জানাই। ইতিপূর্বে ১১ মে ১৯৮২ ইং তারিখে সামরিক ফরমানের ৪-এ ধারা বলে চট্টগ্রাম সহ রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা ও সিলেটে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয়। কিন্তু দেখা যায় সংবিধান পূনরুজ্জীত হলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, কারন বর্তমানে সংবিধানে স্থায়ী বেঞ্চের বিধান নেই বরং আছে সার্কিট বেঞ্চের বিধান। এ কারণে জেনারেল এরশাদ সাহেব, ১৭ জুন ১৯৮৬ ইং তারিখে সামরিক ফরমানের ৪-এ ধারা সংশোধন করে স্থায়ী ৬টি বেঞ্চকে সার্কিট বেঞ্চে রূপান্তরিত করেন। ফলে ১৯৮৬ সালে নির্বাচনের প্রেক্ষাপটে সংবিধান পুনরুজ্জীবিত হলে হাইকোর্টের সার্কিট বেঞ্চগুলো যথাস্থানে থেকে যায়। তখন থেকে ঢাকা কেন্দ্রীক কতিপয় বিজ্ঞ আইনজীবি নেতৃবৃন্দ ঢাকায় সার্কিট বেঞ্চগুলো ফিরিয়ে নেয়ার দাবীতে আন্দোলন অব্যাহত রাখেন। এ প্রেক্ষিতে জেনারেল এরশাদ বহুল আলোচিত সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ ২.ক সংযোজিত করে উক্ত ৬ টি সার্কিট বেঞ্চকে স্থায়ী বেঞ্চের মর্যাদায় উন্নীত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, কাশেম চৌধুরী, এডভোকেট কাশেম কামাল, মোহাম্মদ বদরুল রিয়াজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *