ePaper

চট্টগ্রামে বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্য্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্য্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে গত ৮ই এপ্রিল কার্য্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ‘হাজী বিরিয়ানি হাউস’ এ দেখা যায় যে, তারা গরু ও মহিসের নলী জাতীয় পঁচাগলা প্রকট দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের উদ্দেশ্য ফ্রিজএ সংরক্ষণ করছেন। এবং পঁচা ও প্রকট দুর্গন্ধযুক্ত কাচা মাংস জাতীয় খাবারের সাথে রান্না করা খাবার বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করছেন। তাছাড়া মেয়াদহীন বোতল বোরহানি ও এর উদ্দেশ্য সংরক্ষণ এবং পরিবেশন করছেন। এবং বিভিন্ন অজ্ঞাত ও অপ্রচলিত মসলার ব্যবহার করছেন। এ সমস্ত কারণে উক্ত প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। এবিপি নামের রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতা এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়। হোটেল হান্নান আল ফয়েজ এন্ড রেস্তোরাঁয় অপরিচ্ছন্নতা, খাদ্য দ্রব্যের তেলাপোকার উপস্থিতির কারণে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, হাজী নান্না বিরিয়ানি হাউস-এ অপরিচ্ছন্নতা এবং মেয়াদ উত্তীর্ণ বোরহানি বিক্রির কারণে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয় এ অভিযান চলকালীন সময় ৪টি প্রতিষ্ঠানে মোট এক লক্ষ উনত্রিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও উক্ত বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের সাথে এ সমস্ত বিষয়গুলোতে পরবর্তীতে আরো সচেতন থাকার বিষয়ে মতবিনিময় হয়। অভিযান পরিচালনা করেন জতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম কার্য্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, রানা দেবনাথ, সহকারী পরিচালক, মো. আনিছুর রহমান সহকারী পরিচালক এবং মাহমুদা আক্তার সহকারী পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *