শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপি সাংগঠনিক পর্যায়ক্রমে কর্মসূচি পালন করা হবে।এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি গাজীপুর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে , শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,জনাব আখতারুল আলম মাস্টারের সঞ্চালনায়,প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ডা:শফিকুল ইসলাম গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা ও নজরুল ইসলাম গাজীপুর জেলা মহিলা দলের সম্পাদিকা মোছাঃ গোলনাহার বেগম, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন, মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক মাষ্টার, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, উপজেলা কৃষক দলের আহবায়ক ডাঃমুজাহিদ,পৌর জাসাস এর সদস্য সচিব আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ