শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীপুর উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর ফিলিস্তিন’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা সভাপত্বিতে ও কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসাইন সঞ্চলনায় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি মনসুর আহমেদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার মন্ডল, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নওশাদ মুস্তাক, শ্রীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিব উদ্দিন সগির, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গুলজার হোসেন মন্ডল, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাউছার আকন্দ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাজ্জাদ সাহাদ, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নাঈম, তোফায়েল, রানা, আরিফ, রাহাত, ফাহিম, রিয়াদ, আল আমিন সাদ্দাম, সাজিদ, সবুজ, সহ ছাত্র-ছাত্রী বৃন্দ। প্রতিবাদ সভায় তারা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। মানবতাবিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানানো হয়।