মধুখালী প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা সম্মেলন গতকাল বুধবার সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ দুই দিবসে নানা কর্মকসূচি গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ২০ থেকে ২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা ও দোয়ার আয়োজন করতে হবে। ২৪ মার্চ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, ২৫ মার্চ নিহতদের স্মরনে বাদ জোহর দোয়া, উপসনালয়ে বিশেষ প্রার্থনা করতে হবে। ২৬ মার্চ সূর্যাদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনি। সেই সাথে সরকারি, আধা সরকারি, বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, গুরত্বপূর্ণ স্থান সমূহে আলোক সজ্জা, সকাল সাড়ে ৮টা থেকে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ হবে। রমজান উপলক্ষে ডিসপ্লে ও সংগীতানুষ্ঠান হবে না। হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, শিশু পরিবার ও সুবিধা বঞ্চিতদের মাঝে উন্নত খাবার পরিবেশন, বাদ জোহর মসজিদে দোয়া ও উপসানলয়ে বিশেষ প্রার্থনা করতে হবে। বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করা হবে। মধুখালী উপজেলা মধুখালী উপজেলা নির্বাহী আবু রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী থানা অফিসার ইনর্চা এস.এম. নুরুজ্জামান, মধুখালী উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চ্যেধুরী ইরান,। উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, উপজেলা-আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন বিশ্বাস মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, মধুখালী উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার খুরশিদ আলম ভূইয়া, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ নাজিম উদ্দিন, ছাত্র প্রতিনিধি ইমামুল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনীতিবিদ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক উপস্থিত ছিলেন প্রমুখ।।