ePaper

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কৃষিবিদ ড. এস এম ফেরদৌস

শেখ হাসান গভুর সাতক্ষীরা

সাতক্ষীরার কৃতি সন্তান কৃষিবিদ ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য পদে নিযুক্ত করা হয়।

একজন নিবেদিতপ্রাণ কৃষি বিশেষজ্ঞ:

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ড. এস এম ফেরদৌস তার শিক্ষাজীবন শুর“ করেন ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে থাকাকালীন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ৭ম ব্যাচের বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮৭ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুর“ত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৌলতপুর¯’ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সং¯’ায় সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *