শেখ জিকু আলম, খুলনা – খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে এসময়ে প্রধান অতিথি তিনি তার বক্তৃতায় বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। তাহলেই কৃষক ও দেশ উভয় সমৃদ্ধ হবে। বর্তমান বিশ্বের জলবায়ু দিনে দিনে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা সেটি না পারি তাহলে কৃষিকে আমরা এগিয়ে নিতে পারবো না। সে কারণে আমাদের দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। দেখা যায় অনেক সময়ে হঠাৎ বেশি বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়। সে কারণে বৃষ্টিতে কৃষকদের করণীয় বিষয়ে তাদের অগ্রিম জানাতে হবে। আমরা দেশের কৃষককে স্মার্ট করতে চাই। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান ও মুনাফা অর্জন করতে পারে সেজন্য তোমাদের আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের পানি, মাটি, বাতাস আমাদের বড় সম্পদ। এদেশের মাটিতে বীজ বপন করলেই উন্নত মানের ফসল হয়। আমরা যদি পরিবেশ এবং মাটিকে সঠিক সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকার পাশাপাশি আমাদের কৃষি দ্রুত গতিতে এগিয়ে যাবে। তিন দিনব্যাপী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতৃা করেন লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহদিবা শামস। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার এসময়ে উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধন উপলক্ষে অতিথিরা বর্ণাঢ্য এক শোভাযাত্রা এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য উক্ত মেলায় ১৫টি স্টল প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কৃষকদের কৃষিপ্রযুক্তি প্রদর্শন করবে।
Related News
রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- Sahin Alom
- June 26, 2025
- 0
রাজবাড়ী প্রতিনিধি “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার […]
সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে ইবিতে বিক্ষোভ
- Sahin Alom
- July 27, 2025
- 0
মিজানুর রহমান, ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল […]
অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই
- Sahin Alom
- March 12, 2025
- 0
হামিদুল্লাহ সরকার রহস্যজনক ভাবে বাড়ি পুড়ে ছাই। দেবিগঞ্জ উপজেলার বালা সুতি পাড়া গ্রামের হামিদুল ইসলামের বাড়ি পুড়ে ছাই হয়েছে। জানা গেছে গত ৭ই মার্চ রাতে […]