আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার আদালতে হাজিরা দিয়েছেন। রোববার (৯ মার্চ) বিকেল ৩টা ৩৫ মিনিটে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাকে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন। এরআগে শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এই এমপিকে। ইনু সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইমুম হাসান বলেন, মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে। ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। আলোচিত এ মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর বর্বরোচিত হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
Related News
প্রধান উপদেষ্টা বরাবর জবি শিক্ষার্থীদের খোলা চিঠি
- Sahin Alom
- April 27, 2025
- 0
জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (২৫ এপ্রিল, শুক্রবার ) থেকে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীরা তাঁদের আবাসন সমস্যা এবং বিভিন্ন বিষয়ে […]
মাগুরায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজন গ্রেফতার
- Sahin Alom
- April 23, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা : মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন […]
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলে নেতৃত্বে তকি ও রুবেল
- Sahin Alom
- June 4, 2025
- 0
সুমন পল্লব, (চট্টগ্রাম) হাটহাজারী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিকে এবং সারোয়ার হোসেন […]