ePaper

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক সেবনকারী গ্রফতার

আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, (২৪ ফেব্রুয়ারি) সোমবারে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় মাদক সেবনকালে হাসিবুর রহমান সাগর (৩৪) ও শাম্মি খাতুন (২৭) কে গ্রেফতার করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাসেল কবির ও ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো (গাঁজা) ধ্বংস করে এবং দুই মাদক সেবনকারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (ক) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *