আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া চৌরহাস পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবর ওয়ালা সাংবাদিকের ওপর হামলার ইমরান হোসেন ইমনের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা এ সময় সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবর ওয়ালা সাংবাদিক ইমরান হোসেন ইমন ওপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, ‘প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। মানববন্ধনে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও আরটিভির স্টাফ রিপোর্টার, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, ৭১ টেলিভিশনের প্রতিনিধি, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি, কুষ্টিয়া নিউজ প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সকালে দিকে কুষ্টিয়া চৌরহাস ফুলতলা মোড় প্রতিটি স্কুলের এক ছাত্র রোড পারাপার সময় অবৈধ জাহানের ধাক্কায় নিহত হন এর সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয় প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়া হাইওয়ে সংবাদদাতা ইমরান হোসেন ইমন এর উপর। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার মুঠোফোনও ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে ইমরান হোসেন ইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে জান পরে ডক্টর উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও যেতে বলেন। হামলায় সাংবাদিকের মাথা, মুখ, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পড়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে সন্ত্রাসী রকি ইমনকে হুমকি দেয় কোন মামলা করলে জীবন নিয়ে বাঁচতে পারবে না। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ’ইতোমধ্যে সাংবাদিক ইমনের ওপর হামলার মামলায় এখনো কারোকে ধরতে সক্ষম হয় নাই। সন্দেহভাজনদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি এবং সাংবাদিকের কাজে ব্যবহারকৃত ক্যামেরা উদ্ধার করা সহ সবাইকে এর আওতায় আনা হবে।
Related News
স্বপ্নবাজ জেলা প্রশাসকের উদ্যোগে উন্নত হচ্ছে গোপালগঞ্জ
- admin-nabochatona
- May 12, 2025
- 0
শাহীন মুন্সী, গোপালগঞ্জ একজন স্বপ্নবাজ ও জনবান্ধব জেলা প্রশাসক মুহম্মদ কামারুজ্জামান এর কঠোর পরিশ্রম ও আন্তরিক চেষ্টায় উন্নত হচ্ছে গোপালগঞ্জ জেলা। মাত্র ৮ মাসেই এই […]
সিরাজগঞ্জে ইছামতী ও হুড়াসাগর নদী এখন ফসলের মাঠ
- Sahin Alom
- April 22, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ছিল হুড়াসাগর, ইছামতী, ফুলজোড়সহ ছোট ছোট অনেক নদী। কিন্তু কালের বিবর্তনে ভরাট হয়ে নদীগুলোর প্রাণ বিলীনের পথে। নাব্য-সংকটে […]
বসন্তে লাল আভায় সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান
- Sahin Alom
- February 15, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক পর্যটনের জন্য বিখ্যাত হাওর জেলা সুনামগঞ্জের প্রকৃতিতে চলছে শিমুল ফুলের আধিপত্য। শীতের শেষে ফাগুনের শুরুতেই জেলার তাহিরপুরের শিমুল বাগানের ফুল প্রকৃতিকে সাজিয়েছে রক্তিম […]