এসকে জিকু আলম
খুলনা মহানগরীর লবনচরার থানার আওতাধীন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গতকাল লবনচরা সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয়েছে। উক্ত সাংবাদিক ফোরাম কমিটির অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবির সভাপতি এবং মাই টিভির খুলনার বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির যথাক্রমে অনান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি ওবায়দুল হক তালুকদার (দৈনিক মুক্ত খবর) যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আতিক (দৈনিক খুলনা অঞ্চল) কোষাধ্যক্ষ মোসলে উদ্দিন (দৈনিক সোনালী খবর) সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন (সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র) সহ – সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল অপু (দৈনিক বায়ান্ন) দপ্তর সম্পাদক শামীম হোসেন (প্রবাব নিউজ) প্রচার সম্পাদক নাসির হোসেন (দৈনিক খবর) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল মোল্লা (এখন টেলিভিশন, ক্যামেরাম্যান) ধর্ম ও গ্রন্থনা সম্পাদক মিজানুর রহমান (সংযোগ প্রতিদিন) তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূর মোহাম্মদ খান লিটু (প্রবাহ নিউজ) কার্য নির্বাহী সদস্য কাজী মিজানুর রহমান (সংবাদ সারাদেশ), আসলাম আলী পারভেজ (দৈনিক জাহানাবাদ)আলমগীর হোসেন(খুলনা টাইমস) জহিরুল ইসলাম জয় (দৈনিক তথ্য) সদস্য যথাক্রমে এইচ এম তৌফিক (গ্রামের কাগজ) প্রান্ত (এস এ টিভি ক্যামেরা ম্যান) সিয়াম(গ্লোবাল টেলিভিশন ক্যামেরা ম্যান)নাজমুল হোসেন (৭১ টেলিভিশন ক্যামেরাম্যান) নিসান(খুলনা টাইমস) মো. বাবুল (গ্রামের কাগজ) এর ২৩ সদস্য বিশিষ্ট খুলনার লবণচরা থানার আওতাধীন লবনচরা সাংবাদিক ফোরাম কমিটি গঠিত হয়েছে।