আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে মনোয়নয়ন দাখিল করেছেন আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত মো. নজির শেখের একমাত্র পুত্র আবুল বাশার শেখ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তার সঙ্গে বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।আবুল বাশার শেখ আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত নজির শেখের ছেলে। তিনি বাজারের মেসার্স বাশার সু স্টোরের সত্বাধিকারী। আবুল বাশার শেখ একাধারে একজন শিক্ষক ও গণমাধ্যম কর্মী। আবুল বাশার সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেছেন। পাশাপাশি তাকে নির্বাচিত করে তার পিতার মত বাজারের ব্যবসায়িদের সেবা করার সুযোগ কামনা করছেন। আবুল বাশার সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আমার পিতা প্রায়ত নজির মিয়া বাজারের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। তিনি ব্যবসায়ীদের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। আমি তার একমাত্র সন্তান হিসেবে বাবার কাছ থেকে সেবা কি ভাবে করতে হয় সেটা শিখেছি। বাবার অনেক স্বপ্ন ছিল বাজারের ব্যবসায়ীদের নিয়ে। তিনি এখন প্রায়ত তার অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের সামর্থন নিয়ে বাস্তবায়ন করতে চাই। এ জন্য তিনি সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে সম্মানিত ভোটারদের ভোট প্রার্থনা করেছেন।