ePaper

আলফাডাঙ্গায় কৃষি ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধন

রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) আলফাডাঙ্গা শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নতুন ভবনে এই কার্যক্রম শুরু করা হয়। গতকাল সোমবার দুপুরে সদর বাজারের হাসপাতাল রোডের তাহেরা-রাশেদ ভবনের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলফাডাঙ্গা শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার নাজমুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ফকির ও ফরিদপুর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রশীদ মোল্যা। বক্তারা ?বলেন, নতুন ভবনে স্থানান্তরের ফলে আলফাডাঙ্গা শাখার কাজের গতি বাড়বে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনে গ্রাহকরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের জন্য কৃষি ঋণ ও অন্যান্য পরিষেবা প্রদান আরও সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এসময় সিনিয়র অফিসার খুরশীদ আলম, ব্যংকের কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমশের আলম টিটো, স্থানীয় তাহেরা রাশেদ লিট্স এঞ্জেলস স্কুলের সহকারী শিক্ষক রাবেয়া চৌধুরী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, কৃষি ব্যংকের ঊধ্বর্তন কর্মকর্তা সুমাইয়া আক্তার ও মাহাবুবুর রহমানসহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, বিপুল সংখ্যক গ্রাহক ও শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *