আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে যারা লিফলেট বিতরণ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
লিফলেট বিতরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সংবাদ ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “পতিত স্বৈরাচারের দোসর ও তাদের অনুসারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যারা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করছে, তারা আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে।” তিনি স্পষ্ট করে জানান, যারা লিফলেট বিতরণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি, ঢাকায় ৭০টি স্থানে লিফলেট বিতরণের পরিকল্পনা ছিল। কিন্তু মাত্র তিনটি স্থানে তারা বিতরণ করতে পেরেছে এবং সেখান থেকেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গুজব প্রতিরোধে নতুন উদ্যোগ
গুজব প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সাইবার সেল গঠনের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। এছাড়া দেশে বেশ কয়েকটি স্বাধীন ফ্যাক্ট চেকার সংস্থা কাজ করছে। গুজব রোধে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের আলোচনা চলছে।”
তিনি আরও দাবি করেন, “বিশেষ করে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিদিন তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং এ প্রচারণার মূল পরিকল্পনাকারীরা দেশের বাইরে অবস্থান করছে।”
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি।”
জনদুর্ভোগ সম্পর্কে প্রশ্ন করা হলে আজাদ মজুমদার বলেন, “সরকার জনগণের কষ্টের বিষয়টি নিয়ে সচেতন রয়েছে। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি যাতে তারা জনদুর্ভোগ সৃষ্টি না করেন।”
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তারা
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন:
✅ প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ
✅ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি
সার্বিক মূল্যায়ন
সরকার লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে গুজব প্রতিরোধে নতুন উদ্যোগ নিচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে।