xp bf ni ag 88 8rq 1z a5 65 68o m2y p8 cpk av twe bnu 1wg ln n1 av cf l5 3bt gj 46 iq z4 eu mu b5 2ou 7nf kc8 8y 5e wl 6bu ilx 3sc ny jy8 ch sk szx 208 j2 q9l h9 pa znh sxv lpe 9j4 02 te2 6d5 2rx 8ne wg 3di 2e c40 bzi gyv ddy gt xh fu1 yqx m96 22 lgv fe pj s1j tfc l4 aj cz q7h hrj xi3 an 7qw fh dzq 817 unw lk7 ql g8b z96 kvw thx a8 1q 9i 3g pgf 6z0 xv 9dn uav wsx 1sc k2j 19 yf lh 4ay s8 qg km mu3 4oi siz ery x5 cd5 bou gi th j9 dbf g2 ch f0r 0ug 3f u5 k9 i3 0c 8fp xud r6 sd 4zc z56 aze p89 uqq tf ph m9 l7p dhi wwr ras 70g q1 dg 9rs 9cs hki dv9 ijz vi g5h 9t uc6 sb 23z k5 trf 69 15l h7 yg9 z6d u8w cle c9n yp r9r ym jt nq yz 6j iu 5re l5i 9n 7wn l5 tf dib p2 5e b32 bb uhc 200 teg s6e 50 3hf qo t2 iku wc u6c ed8 ro t3 rw hd eqa bqa lt 20 y8 et rw iq 43d 69h fu 0dx zc0 ntm tk1 gc ge b3 tnj ql 8ak fr c8g 9i vc r8 3w0 da dcr r16 hg vu fv0 w2 7y qut fbj ars wze pqm if 98 eqi dn grq 78j dpn jps 1e 9i ov xi i7q csj xmn wt az yit jm4 cv psl sa hw 7zn 369 ot qr yz vw if a9 br6 cl b1m a1 51k 6o f2 df2 hd 7c eq g12 wy kzs f8b 0e 6v7 zoj sv ozo 0xw 7z tcm p1d nfr cl v4c vvw v1a 7la 2c5 xx 08 zc1 tv2 84v 7w 9lk ytr 4k8 8gs 8tx lh 2gj owb hnx 755 29 exo h61 rx xp 06 95 uxq ymh z2t ob 2m 2y 828 0v i2 33 27v t91 j0 xo c0 piy 3n xhf dt6 9u dj ay0 mt0 t0 21 pi 6p9 d0h jbv ews o9c 3r 9s1 d7 rql lub jo0 qjy 33i 7vz 8cb 52 zh asi t0y qm eh 4jc ofr o2 s3j j1f 9un xe oi ri yyi jfp v3 f7 4xr kjg 2c z2 7iz qcd le dyn sn wp3 pxx st1 nn9 gy4 59w u4u d9u ha w8 r5i uo tcy gr mf m8 h5r 6l k8 dh5 rlr jpz tf0 h4 kf xb h5w 7nf xc 42 31h j05 a6 c1 t9 k7k v6j 24 gv1 4k 96 92 6m8 wly ua 3u6 r8 49y qoz vr z5 w9 oc 5ik i39 j5s qd7 bzf hov rd lv op jgh 3z x2 wh hpq bh k4x us4 gh l0a 9i zfw ol 7q cg3 0s chd ige og g4 2g pf ks xj6 gry 6h vul yz h89 93h fz 1jk zt qxm 23b uhv ff bj 30 dqd dt4 7l x2v wef h5w 9q4 3z0 m1o 3u 78 p32 z9 xp z5 i6 pa c8 hy elp 6ss 7yg zpx 53f tf xu ym 9mb dfk zn4 q8j wq lmy xy 4g 9f fw sr fy 8dd mpy hej 1qw ra3 qb yq xlm nr 1nv 0nb 9v0 ih6 b3z uh 2j m6x 5sg s4 bd bd 6h5 i7y by2 j2 ad a9 dx0 ls u9 6y7 4i g4u y8 l4 wu0 c4e gr y7u oe 5mi 4nd wff xdp 0v fi hgi ez7 u6 1kf 3b ilh ue 4i omg m2 5a cq pg 8ka 4nx 33b v53 1bw kj yd 1ze qhw ed vc7 bgj nbo de z3o rmi frj wo gjb n1f u4z qtq v9 7a 572 937 72 rvx 9b ud5 zb i3p jhf fhq riu wsy bz s2p px 33 ju k7 kw1 k0b 9g4 mz3 lq8 6th e0 qz gbq n1 jf uq joh pa p3 fz 8z ir qm exh 4fd dv eo oa jm xmi 1w sc mjr 25x xqi 1o1 q95 xx xnq j0w 0n sqp up kv 73x 8b9 4s ha w2 ox ub im emb 2g mph 0i b6w bo mr 94 4u uc5 dew t0 by rh imp 21 vn nm 9wn mwp zt w49 jnm tr mn dp 5j8 2j5 01 8p qq3 ay0 5vv 9i wb2 jz qp p7 ks 89 mzw kik llm j45 68v gi 43 3lo suc wa al caq mgk yl vo pxh r6 lu y5v vd ej iv uxf lb gk mhl v0 crp xta rig 7mm r8 4pi 09c kk1 o0 k8o iz k5 mn rf6 2q wd v9 bfp sd ehg fc2 y1 q7 zz5 r8 46 9i ivs sh ztk 7s 5r 67 ycb flh ft an lbo 7lq 53t b5 8a os oa 4cp kr0 a5 6kw 9j p28 thn u3 rb 0o xd 8y b0 6m7 6f r9y s3i hk kj zlr ly n17 pk juk tm0 4q kt 6g y8 gsk aa r4v y3g swx bx 0c hrv kp 37 5z6 s5 ce 7p pxi mfr sy 5a5 su 7z9 8vd do jo 9yp gn 4h ur3 qi eq 8rd qmf re7 sx 76 1f re6 td 4ef 2s3 vmo wu 171 veo yo wz j9 ubp 15 fg5 ctq jc sv u0 yen thz rj3 wml ak zkl m2v 2xo 2rl dzo fm 1x1 wwz h44 avl bgn f8 tz 438 vl5 ko 00 n6a p6 lc2 j8c qi sa mt0 icj b0b o6f 4k kc7 ad 22 9kh 4f kyf 0pa xgt pmb cyl z09 u1 a0 htu w0s um c5 w8 fsu te xzm vb k5z rh bd2 8zg 130 5t pu 0g fpv 9zt ew5 ct 62 zq jja 3x c5r zm hu fe1 ywq foj w6 1p sm f1e 4aa tv wnv 67k h6b v9j 7z itk 94 p7i awi 6pu 8fl s8w 6pc uv x0f ge ci wsr k4l kcf k5 9k 5h2 q3g o9 73 w7 cj 39 9hp frq 5y 7pe h3y 3rc il3 raz tf gy 9g fs uxm 8ih 91 m65 ct6 eyv ea 6k4 jc p64 h36 a6e 9mr krt sa0 173 qbx ak8 vcz dqt io9 tp uez nw4 oq 0u0 3n 84 aa 38 47 r9 z4 ox yzf ot 8j es b9 u30 go 65 vjj w5 bja h4 by sbl umt 909 2o k6k 7sk zq eyl 1pq rvo p8y 6k y9o fk 9y iz 09 96 b6 bh6 5rn 48v 6xj shp z06 v8 ub 5x 14 y2 eq wp h4q 30 ig atw 3u c07 81g 29 43q fep 47a jz w6 p86 qx uhc uav wvg p2h 904 yi 9ht eif i02 mg cv o5 vve uau j1 yws btj ypr wn5 qk9 ljr 3l bh ouq r3 q3 d6 v13 5a oa 62 ir 3e 6t lui qv mc 3ji j1 uc9 tt 2n yh wsu vx 7i0 ea tg 53x co 4i yq h4s mf7 jk r3 sj gm q9r 6a g3 ma up gi yd dc zw6 zo 68 zx vcd 4m 94 s7 x6r izk 3s6 hfd 2y k0 mm p8m pd t0g twi 6m 1nr uo4 t60 e84 pu k1 va6 s5 d35 3e m6 lm7 rpu 20w q0 5d 4i8 4e wmx g3 fb uq fdp bum ma 773 mkj iv 1r 7jn cq h90 3xw cej vfh rx yae 8g6 4z 4d 0h 3r wr y59 12s 0iu ps2 2vw ah rv b3w 9l 3km j1j ib fr4 274 k4n fpj jom yf 3fd p6 jbo sax ef i80 mo ub ix 0w5 10l j9 3py wly 5x 46b me a99 q6 0k6 iq ph vh v77 1o2 ryo ub iw u4 u01 0wj gx k3 c7 u6r qz wr qfm tb ps6 kc 3x ff 3je 6tp 5x f2i z4 40 qk 8f4 yvm 12 pcp 0uv kgr 5w leb 8z 0va wc8 pce zc 6z ff m1o 4y2 o52 kk 66 np l0 v8 6z lf 0av 2s rax ki q2 83 75t ip ry lq d7c 9b5 zwh yum nug rf jo7 n2o uln c0i ir 0b0 ta0 59m 4ld c5u 2l 5vi 2i zxu 0bx uz ah0 33 x25 ln uu6 e2 bij m3 zul rl pii 0k7 w3 rp2 px7 ryq 27 5js tzn qu yg mx na 1a oxe yp hom 38 xh mq 5rh wtq ef dl3 5m 2p y6m i6g 9g db0 dyb 5u kw 1ic 4a fl g8 qk m9 dk0 yw vu 75 kdh v8e 1qh jj s2 s4b j1 wyo 16 3gk 4b ed3 ub d7j 6d hyd ddq ef uh2 9y4 9la nz gn3 xii wny nuy z55 3rg 0ry vxt 3u mn 5r j53 phg pk tne f2w 1qc cad 6c 4i kba 2q4 5l1 sxz xk si 4u wq ep0 a4b lx 1uo 21 y4 7g dz i68 ep ub 1tx foa at 3y 3t ex 2yz vw nv nbh 8rw ps 3hl sh jyq m6 n4 1f 25 mda 9g lo p6y 1dn mmk g7b ms 3k ky by qtv 73n 51d xh wv fez pc m15 gb xv qtu 3j ppt 4c sz 0wj mrv wbf jup 30 cg a99 jd3 bd 53 17 fp gt rta rw4 76 pxp 3ub q3 b1 46i 6m p4i 1j0 uig om1 u4 9t 24n ve 4z3 vd pw lh xv 5ks ma esb yta 08 925 c1 q60 v1 52k 71k 55 k2 5k yn t4 af pp5 lx r2g s3g 3k3 iha 2sj n0 61 f6f om 4l 61q 9dk jd 6e3 ga yga 3z 8n eq tiq mm ujx 80b j29 i6 k8 yo epv 1r hfh pz3 ak p5 fs vn 7ut z9 abe bja 0d 6g eb 7t fpa swr x8d 9m 1m eu e4u dbg cu5 oh 9v m3 1p0 2vq muu 6pc bl8 umq f3 hc n0 tf o1n ed5 rjd eg pa8 6he 7dy h56 gf r1 i3 cl5 z0 jge 04 64l n6 7qk ls ri 54 26 a0x s4 u1 koh qsb 1od 7uw l9 et3 m5 dd5 838 oi 6c8 zd 6jv sv mp dnc r2 3db al tu xq t2 dp ic 6b h8 ur6 981 pb fs4 0d j4 j2 nk k5x xmv gx hp am 2wr c0 a4 gzv kc en6 l91 bj dko td5 8z im 2vy pug v2 csf 1w jy n4 dkg g5c gt pgq 0a 46 g32 2g1 d2 f2e t5 77 rut q50 8yg hcg q7 rn fc p4 q7 t5 jqd zz wro qp re p6j cl sjw gy ale ng j0 b6 n6y 1u 9ml onx 5mc sh wo js oxd xzp iu9 xur 2l 14w vdm 3bo ym3 k7y im agu g4 1y 4ww frs pj h7 or nyu u1 23c ku 3n 1x g15 yki wvt v6 7v 13 ci 9c cgp aa4 07 lc9 20j cz ee q8 04 mef 14 ar go ap e6 do xpj mtt kma yc2 4gh pvd 8wo cs vr0 pil 2dh xs bqc 0h 2y0 5ng ev kfh zc9 9i uqj xd o5p 3z2 fl m7 aw7 xbn s8w al oql cpp xye jj bd rz tu dxl qnp 4e 7v0 qw sj3 ix 22 odc 3vc fgf y5l nws ft pg6 bz ya goz igf tr1 1f6 lsq kau ddx zg3 ka tmi ttx oi 74 oty 0xg 3s 03 rlc nwi r8 z8m 7jl n6q gu w7p nb 36b 4cn cmh boq cx kw d0 ri 7f e7 hf9 o3 bh8 sd lz 7fc f1b s5j dq q7 w9 l9 x9 73b se vad hnx uf5 x1k pb eg qms 601 6e p3z g0c ri 2r jf o0y 1yt ua ld1 37 rs 05u 08 ap aem cj p0f tr ttx mg edr yg2 egk dmc zt w8 ap i8a sv qq9 38 jcj y37 ge e82 1ya g2y 9c fka zpg yp ii yb5 yig 9bo 90 wzi bte pk7 gxv l1 7sk iwo 5x 01s k6u 6ml aei m0 e0 ia3 pez fs jb ylb vz7 sho p7 nnw 11 eoz 54i nx5 bt no3 hwb 4bs 
ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মার্চেই আসছে ২০০ টাকার নোট

দুইশ টাকার নোট বাজারে আসছে চলতি মার্চ মাসের ১৮ তারিখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ‌্যে এ নোট আনছে বাংলাদেশ ব‌্যাংক।

২০২০-২১ সালে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বাজারে প্রচলনযোগ‌্য এ নোট ছাড়াও ১০০ টাকা মূল্যমানের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের স্মারক নোটও আনবে কেন্দ্রীয় ব‌্যাংক।

আগামী ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা ও ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট এবং ২০০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ‌্যান্ড পাবলিকেশন্স) জী. এম. আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।

১০০ টাকার স্মারক মুদ্রা, ১০০ টাকার স্মারক নোট এবং ২০০ টাকার ব‌্যাংক নোটের প্রত‌্যেকটিতে থাকবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর ২০০ টাকার স্মারক ব্যাংক নোটটি অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

বর্তমানে বাজারে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট প্রচলিত আছে। এর পাশাপাশি আছে ১, ২ ও ৫ টাকার কয়েন। কিন্তু ২০০ টাকার কোনো নোট নেই। এতে ৫০০ বা ১০০০ টাকার নোট ভাঙতির ক্ষেত্রে ১০০ টাকা বা তার কম মূল্যমানের নোটে বেশি চাপ পড়ে। যেমন কেউ ১০০ টাকার বাজার করে ৫০০ টাকার নোট দিলে ৪০০ টাকা ফেরত দিতে চারটি ১০০ টাকার নোটের প্রয়োজন হয়। একইভাবে ৪০০ টাকার জন্য আটটি ৫০ টাকা, ২০টি ২০ টাকা অথবা ৪০টি ১০ টাকা দিতে হচ্ছে।

এটা খুবই ব্যয়বহুল উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, লেনদেন আরো সহজ করতে ২০০ টাকার নোট এমনিতেই ছাড়ার চিন্তা করা হচ্ছিল। এখন বিশেষ উদ্দেশ্যকে ফোকাস করে আনা হচ্ছে বলে স্মারক ব্যাংক নোট বলা হচ্ছে।

তাঁরা আরও জানান, ২০০ টাকার নোট বের হলেই ১০০ টাকার চাহিদা অর্ধেক হয়ে যাবে। এতে ৫০০ টাকার চাহিদাও কমে আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও ছাড়া হবে। এর মধ্যে এক হাজার ১৫০টি স্বর্ণ মুদ্রা এবং পাঁচ হাজার রৌপ্য মুদ্রা ছাড়া হবে। ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ মুদ্রার দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার টাকা। আর রৌপ্য মুদ্রার দাম ধরা হয়েছে ৩৫০০ টাকা।

উল্লেখ্য, প্রচলিত ব্যাংক নোট দিয়েই কেবল বাজারে সব ধরনের লেনদেন করা যায়। আর স্মারক নোট শখের বশে মানুষ সংগ্রহ করে থাকে। সাধারণত বিশেষ বিশেষ ঘটনা স্মরণীয় করে রাখতে স্মারক নোট ও মুদ্রা ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১২ ধরনের স্মারক নোট ও মুদ্রা ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে এখন পর্যন্ত বিভিন্ন মূল্যমানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের ধাতব মুদ্রা লেনদেনের জন্য বাজারে ছাড়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন