ePaper

বালিয়াকান্দিতে মধ্যরাতে কৃষকের গোয়াল থেকে গরু চুরি

বালিয়াকান্দি প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু ও ৩টি ছাগল চুরি হয়েছে। একটি ছাগলের মাথা কাটা ও দু’টির ঘাড়ভাঙ্গা অবস্থায় উদ্ধার করেছে। গত শনিবার দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে জাহিদ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। জাহিদ মণ্ডল বলেন, গত শনিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ৪টি গরু ও ৩টি ছাগল গোয়াল ঘরে একাধিক তালাবদ্ধ করে রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩ টার ভাই ওহিদ মন্ডল ঘুম থেকে উঠে ঘরে গরু আছে কিনা দেখতে যায়। তখন তার ভাই  জাহিদ মন্ডলের গোয়াল ঘরে গরু ছাগল দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ঘুম উঠে দেখতে পায় ঘরের ছিটকানি বাহির থেকে আটকানো। গোয়াল ঘরে কোন গরু ছাগল নেই। লোকজন বাহির থেকে ছিটকানি খুলে দিলে জাহিদ মন্ডল ও তার পরিবারের লোকজন বাইরে এসে ডাক চিৎকার দেয় এবং গরু ছাগলের সন্ধানে বাহির হয়। একপর্যায়ে জাহিদ মন্ডলের বাড়ির পশ্চিম পাশে মাঠের মধ্য ঘাস ক্ষেতের ভিতর একটি ছাগল জবাইকৃত অবস্থায় ও দুটি ছাগল -পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পায় এবং জবাইকৃত ছাগলের পাশে জাহিদ মন্ডলের রান্নার কাজে ব্যবহৃত বটি দেখতে পায়। চোরাইকৃত গরু ছাগলের মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই তারা বিষয়টি স্থানীয় থানায় অবহিত করেছেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *