ePaper

নোয়াখালীতে পাইপগানসহ আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু (৫০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরআগে, শনিবার রাতে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু (৫০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে। জানা গেছে, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে ভাড়াকৃত একটি দোকানের ভিতরে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে আসামিকে আটক করে দেহতল্লাশির একপর্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *